World

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?

ডলারের শক্তিশালী ধারা থেমে যাওয়া ও মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কিছুটা কমে আসায় মঙ্গলবার (০৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক তথ্য প্রকাশের অপেক্ষায় আছেন, যা ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার কমবে কি না, সে বিষয়ে ইঙ্গিত দিতে পারে। খবর রয়টার্স

বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ২টা ৩৯ মিনিটে স্পট স্বর্ণের দাম ০.১ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ৯৯৬.৬৮ ডলারে দাঁড়ায়। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭.৭০ ডলার হয়েছে।সুইসকোট ব্যাংকের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, স্বর্ণ এখন ৪ হাজার ডলারের কাছাকাছি স্থিতিশীল। পরবর্তী কয়েক সপ্তাহে দাম বাড়বে নাকি আরও কমবে, সেটিই দেখার বিষয়।আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে আকরিক লোহার দামতিনি আরও বলেন, মার্কিন ডলার কিছুটা শক্তিশালী হওয়ায় এবং সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়ায় স্বর্ণের দামে চাপ পড়ছে। এছাড়া বন্ডের ফলন বেড়ে যাওয়া দাম কমার আরেকটি কারণ।মার্কিন ডলার সূচক তিন মাসের সর্বোচ্চ স্পর্শ করার পর কিছুটা দুর্বল হয়েছে। এতে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়ে গেছে। অন্যদিকে ১০-বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ফলন সোমবারের সর্বোচ্চ স্তর থেকে সামান্য নেমে আসে।সম্প্রতি ফেডারেল রিজার্ভ চলতি বছরের দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন এ বছর আরেকটি হার কমানো নিশ্চিত নয়।বর্তমানে বাজারে ধারণা করা হচ্ছে, ডিসেম্বরে ফেড আরও একবার সুদের হার কমাতে পারে সম্ভাবনা ৬৫ শতাংশ, যা আগে ছিল ৯০ শতাংশের বেশি।আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন জমা দিতে করদাতাদের আহ্বান এনবিআরেরবিশ্লেষকেরা বলছেন, নিম্ন সুদের হার ও অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশে সাধারণত স্বর্ণের দাম বাড়ে। এখন বাজার নজর রাখছে বুধবার প্রকাশিতব্য মার্কিন কর্মসংস্থান তথ্য ও আইএসএম পিএমআই রিপোর্টের দিকে।চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৫৩ শতাংশ। তবে ২০ অক্টোবর আউন্সপ্রতি ৪ হাজার ৩৮১.২১ ডলারের সর্বোচ্চ দামের পর থেকে প্রায় ৪০০ ডলার কমেছে।সিটি ইনডেক্সের বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, গত কয়েক সপ্তাহে স্বর্ণের কয়েকটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল স্তর ভেঙে গেছে। ৪ হাজার ডলারের সীমা ভাঙার পরই বিক্রির চাপ বেড়েছে।অন্যদিকে, স্পট সিলভার আউন্সপ্রতি ৪৮.০৪ ডলারে স্থিতিশীল ছিল। প্লাটিনাম ০.৩ শতাংশ কমে ১ হাজার ৫৬১.১৫ ডলার এবং প্যালাডিয়াম ১.৯ শতাংশ কমে ১ হাজার ৪১৭.০২ ডলারে দাঁড়ায়।আরও পড়ুন: ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলো সরকারদেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

Abir Hasan

CEO and Owner This Website

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button