World

বিয়ে-চাকরিতে ক্যানসার স্ক্রিনিং বাধ্যতামূলক করার পরামর্শ বিশেষজ্ঞদের

মরণব্যাধি ক্যানসারকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে বিয়ে, চাকরিসহ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ক্যানসার স্ক্রিনিং বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন দেশের ক্যানসার বিশেষজ্ঞরা।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনকোলজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যানসার কংগ্রেসের সমাপনী দিনে এ পরামর্শ দেন বিশেষজ্ঞরা।সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ক্যানসার বিশেষজ্ঞ ডা. এ. এফ. এম. কামাল উদ্দিন। তার গবেষণায় বিশ্বের ক্যানসার পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের ক্যানসার চিকিৎসা ব্যবস্থার ঘাটতিও উঠে আসে।ডা. কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে ক্যানসার রোগীর তুলনায় রেডিও থেরাপি মেশিনের সংখ্যা অত্যন্ত কম। বর্তমানে ১ লাখ ৮৪ হাজার ক্যানসার রোগীর জন্য প্রয়োজন অন্তত ২০৯টি রেডিও থেরাপি মেশিন, কিন্তু দেশে রয়েছে মাত্র ২৯টি। এত কম সংখ্যক যন্ত্রে বিপুল রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয়।আরও পড়ুন: অক্টোবরের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলারতিনি আরও বলেন, সঠিক চিকিৎসা সুবিধার অভাব ও অপ্রতুল রেডিও থেরাপি মেশিনের কারণে দেশে ক্যানসার রোগীর মৃত্যুহার বেশি। এ অবস্থায় মৃত্যুহার কমাতে সরকারের সঠিক নীতিমালা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যানসার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম. এ. হাই বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে ক্যানসার রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশে বিপুল সংখ্যক মানুষ এই রোগে আক্রান্ত হলেও অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে রয়েছেন।কনফারেন্সের সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে হলে সরকার, বিশেষজ্ঞ, গণমাধ্যম সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংবাদিকরা যদি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করেন, তাহলে ক্যানসার প্রতিরোধ অনেক সহজ হবে।কনফারেন্সের একাডেমিক পার্টনার হিসেবে ছিল ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর ও গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। বিশ্বের ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞসহ মোট ১২০০ জন বিশেষজ্ঞ, চিকিৎসক ও গবেষক এ আয়োজনে অংশ নেন।

Abir Hasan

CEO and Owner This Website

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button