Politics

সপ্তাহব্যাপী যৌথবাহিনীর অভিযানে সারাদেশে আটক ১৪৯

দেশজুড়ে সপ্তাহব্যাপী পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৯ জনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।আইএসপিআর জানায়, সপ্তাহব্যাপী পৃথক এসব অভিযানে আটকদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী ছাড়াও মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ মোট ১৪৯ জন অপরাধী রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র ছাড়াও ১৮টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১৭টি কার্তুজ, ৪ দশমিক ৬২ কেজি বিস্ফোরকসহ দেশি-বিদেশি মাদকদ্রব্য ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।আরও পড়ুন: মোহাম্মদপুরে ‘কব্জি কাটা গ্রুপের’ প্রধান আনোয়ারের ভাই দেলোয়ার গ্রেপ্তারএ ঘটনায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য আটকদের সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

Abir Hasan

CEO and Owner This Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button