Health

ডেঙ্গু কেড়ে নিলো আরও ৫ প্রাণ, হাসপাতালে ১ হাজার ১৪৭

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১৪৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগেই ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২৮৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ২৬৬ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১৩২, চট্টগ্রাম বিভাগে ৯৮, রাজশাহী বিভাগে ৭০, ময়মনসিংহ বিভাগে ৬৫, খুলনা বিভাগে ৫৯, রংপুর বিভাগে ১৯ জন, সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।আরও পড়ুন: পানি কি সত্যি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়? এর নানা উপকারিতা জানালেন চিকিৎসকস্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৮৮ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩৭ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৩ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

Abir Hasan

CEO and Owner This Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button