World

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৩ নভেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।গ্রেপ্তারকৃতরা হলেন- খালিদ হাসান মিলু (২৪), মো. আরমান (৩৬), মো. রুবেল মিয়া (৪০), মো. আতিক (২৮), মো. জিয়া (২৭), শাহাবুদ্দিন (১৯), ইয়াসমিন আক্তার (২৬), মো. জাহিদ (২৬), মো. রাহাত (২০), নবীউল হাসান হৃদয় (২৪), অন্নয় হাসান জামিল (২২), রমজান (১৯), আরাফ আহমেদ শাফি (২৪), মো. রাসেল (২৫), আব্দুল মুক্তাদির (৩৫), মো. সাদ্দাম হোসেন (২৬), মো. শাকিল (২২), মো. ইসহাক (৩৫), হীরা ওরফে বীমা ওরফে গেইল হীরা (২৫), মো. আকাশ উরফে সেতু (২৬), মো. বিল্লা ওরফে বিল্লা কসাই (৩০), মো. মোতালেব হোসেন, রাব্বি (২২), সাজু (২২), আরিফ (২৪) ও ইমন (২৫)।আরও পড়ুন: বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, দেশে ভরি কত?গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ গ্রাম হেরোইন, দুইটি চাপাতি ও তিনটি চাকু উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Abir Hasan

CEO and Owner This Website

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button